স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোঃ সুমন মিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরচারতলা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত সুমন চরচারতলা গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে।পুলিশ জানায়, বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আবু বক্কর মিয়া শিশু ছেলে সুমন বাড়ির সামনে খেলা করছিলো। এসময় একটি তেলবুঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ জানান, দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানা আনা হয়েছে। তবে নিহত শিশুর পরিবার এ ঘটনায় কোন মামলা করবেনা বলে পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply