স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অভূতপূর্ব উন্নয়নের রূপকার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর আয়োজনে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বাদ যোহর বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর নূরে মদিনা ইসলামীয়া মাদ্রাসা, কল্যানপুর আল হেরা কওমি মাদ্রাসা, বড়পুকুর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আতকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মনিপুর বন্দর বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে স্ব স্ব মসজিদের ইমাম মুসল্লী ও মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার অভিভাবক নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ার কারিগর র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লী ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply