মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মহাকাল পাড়ার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা ব্যর্থ হয়েছে। থানা পুলিশের সহযোগিতায় ইমিগ্রেশনকে জানানোর পর এ চেষ্ঠা ব্যর্থ হয়।
জানা গেছে, নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের মহাকাল পাড়ার খিতিশ চন্দ্র দাসের ছেলে রাখাল চন্দ্র দাসের বিরুদ্ধে ২০২০ সালে তার স্ত্রী নিয়তী রানী দাস যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর আদালত অভিযোগ আমলে নিয়ে রাখালের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। সম্প্রতি রাখালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী নিয়তি রানী দাসের ভাই প্রদ্যুত কুমার দাস গত ১৫ জানুয়ারি ২০২১ ইং তারিখে নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরি নং ৭৬৮। এরই মাঝে রাখাল পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্ঠা করে। এ খবর জানতে পেরে রাখালের শ্যালক ও স্ত্রী মিলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে নাসিরনগর থানা পুলিশ বিষয়টি লিখিতভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করলে রাখালের বিদেশ যাওয়া বন্ধ হয়ে যায়। বর্তমানে স্ত্রী সন্তানকে নির্যাতনকারী রাখাল পলাতক রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply