মোঃ আব্দুর হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরসগরে ১৭ লক্ষ টাকা সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চিতনা গ্রামের ৮ নং ওয়াডের্র ওই সদস্যের নাম মোঃ আবুল কাসেম (দুলা)। হাওড় অঞ্চল অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প হিলিপ এর নাসিরসগর উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন জানন, ২০১৫/১৬ অর্থ বছরে উক্ত ইউপি সদস্য আবুল কাসেম বুরুঙ্গা মন্দির হতে চিতনা উত্তর গ্রাম পর্যন্ত ২২ শ কিঃমিঃ রাস্তা মেরামতের জন্য অত্র প্রতিষ্টান থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে কাজ না করে সমস্ত অর্থ আত্মসাৎ করে ফেলে।
তিনি বলেন আবুল কাসেমকে মৌখিকভাবে অনেক বার ও পরপর চারবার লিখিত নোটিশ প্রদান করার পরও কোনরূপ কর্নপাত করেনি। অবশেষে ২০২১ সালের ১২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সমন্বয়কারী জাকির হোসেন বাদী হয়ে আবুল কাসেমকে আসামী করে মামলা দায়ের করলে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য মোঃ আবুল কাসেম দুলা মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply