আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের জিআর খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহম্মেদ।
আজ সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১ টায় উপজেলার ফান্দাউকে বিএডিসির অর্থায়নে এ খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএডিসির উপ সহকারী প্রকৌশলী মোঃ আশরাফ উদ্দিন, ম্যানেজার রাসেল মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হান্নান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা।
জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) অর্থায়নে এ খাল খনন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। খালটি খনন করা হলে দুই পাশের বেশ কিছু জমিতে ইরি বোরো ধানের চাষ করতে পারবে স্থানীয় কৃষকরা।
এ ব্যাপারে সহকারী প্রকৌশলী খলিলুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে কয় কিলোমিটার খাল খনন করা হবে ও কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার হাতে এখনো কাগজ পত্র আসেনি। প্রকল্পটি কুমিল্লা থেকে পাশ করা হয়েছে। কাগজ পত্র আসলে বিস্তারিত বলতে পারবো।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply