স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সদস্যদের মধ্যে সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচীর (সদাবিক) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋন সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।
সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক-ই-আজমের সভাপতিত্বে ও মাঠ সহকারি চয়ন বিশ্বাসের সঞ্চালনায় ঋন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলমগীর হোসাইন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, সদর ইউসিসিএ লিঃ চেয়ারম্যান লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ মোল্লা, সদস্য জেবুন্নেছা পান্না, নূর মোহাম্মদ খলিফা, এলেম খাঁন, জুনিয়র অফিসার (হিসাব) মোঃ মুক্তার হোসেন, ইউসিসির প্রধান পরিদর্শক সুব্রত রায়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, বর্তমান সরকার জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। সরকার বিআরডিবির মাধ্যমে গরিব মানুষের মধ্যে ক্ষুদ্র ঋন বিতরণ করছে। এই ঋণ যেন সঠিক মানুষ পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। ঋণ নিয়ে সবাই যেন সঠিকভাবে ঋণের টাকা কাজে লাগায় সে দিকেও তদারকি করতে হবে। তিনি বলেন, গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়ন করতে পারলেই সরকার ও রাষ্ট্রের উন্নয়ন হবে। আলোচনা সভা শেষে উপজেলার সুহিলপুর পুরুষ সদাবিক দলের ২৭ জন সদস্যর মধ্যে ১০ লাখ ২৫ হাজার টাকা ঋণ দেয়া হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply