শামিম ইশতিয়াক, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের বাউন্ডারী রোড এলাকায় সাফায়েতাল হোসাইন (১৮) নামে এক শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায় গত তিন দিন ধরে সাফায়েতাল রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন, সে ময়মনসিংহের নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে গণমাধ্যমকে অবহিত করেছেন নিখোজ সাফায়েতালের পরিবার।
নিখোজ হওয়ার ব্যাপারে সাফায়েতালের পরিবারের কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, সাফায়েতাল গত মঙ্গলবার (২৫ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বের হন। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাসায় ফেরেনি।
সাফায়েতালের বাড়ি ত্রিশাল উপজেলার ধলা গ্রামে। তার বাবার নাম আফজাল খান রিপন। তার আরেক ভাই তাহরাতাল হোসাইন। সে কুমিল্লা ক্যাডেট কলেজের নবম শ্রেণির ছাত্র। ছেলেদের পড়াশুনার জন্যই আফজাল খান রিপন ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি একজন ঠিকাদার বলে জানা গেছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সাফায়েতালের নিখোঁজের ঘটনায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।’
সাফায়েতালের বাবা আফজাল খান রিপন জানান, তার ছেলে প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কলেজে যায়। তিনি সেদিন ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন। দুপুর ১২টা ৫০ মিনিটে সাফায়েতাল কলেজ থেকে বের হন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় তাকে ফোনে জানানো হয়। তিনি সঙ্গে সঙ্গে ঢাকা থেকে ময়মনসিংহ ফিরে আসেন। পরে রাত সাড়ে ১০টায় থানায় একটি সাধারন ডায়েরি করেন।
আফজাল খান রিপন আরও বলেন, এর আগে রাত ১০টায় এসপি মো. শাহ আবিদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তার বাসায় তল্লাশি করেন। পরে সাফায়েতালের ব্যক্তিগত কম্পিউটার, মোবাইল, নোটবুক ও মোবাইল ডিভাইস পুলিশ নিজেদের হেফাজতে নেন।
সাফায়েতের বাবা আরও জানান, তার ছেলে গণিত উৎসব, বিজ্ঞান মেলায় একাধিকবার পুরস্কার পেয়েছে। সে কম্পিউটারে ভাল প্রোগ্রামিং করতে পারে এবং এ বিষয়েও সে পুরস্কার পেয়েছে।
পরিবার সাফায়েতালকে ফিরে পেতে পুলিশ প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।’
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply