স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাউন খাল রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ” নোঙর”। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টায় টাউন খালের উপর অবস্থিত ফকিরাপুল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ মনির হোসেন, নোঙর কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস, জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রঞ্জন সরকার, কমরেড নজরুল ইসলাম, জেলা বাসদের আহ্বায়ক প্রবীর চৌধুরী রিপন প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টাউন খালটি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সাথে মিশে আছে। এ খালটি রক্ষার্থে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামও হয়েছে। কিন্তু কোন প্রতিকার হয়নি। খালটি রক্ষা ও এর সৌন্দর্য বর্ধণের জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবী জানান বক্তারা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply