স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
১৫ জন ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্তদের মধ্যে চিকিৎসা ভাতা হিসেবে অনুদানের চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
রবিবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে এই চেক প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। এ সময় ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত ১৫জনের মধ্যে ৫০ হাজার টাকা করে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply