ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির। গত শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবিরকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারসহ কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এক বিবৃতিতে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলাম বর্তমান মেয়র সহ আমরা প্রায় ২০ জন। তৃণমূল ভোটে অংশ গ্রহণের পূর্বে জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়ের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে সকল প্রার্থীদের শপথ বাক্য পাঠ করান। তৃনমূল ভোটের ফলাফলে ভিত্তিতে আমার নাম সহ ৪ চার জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আমাদের সকলের মধ্যে বর্তমান মেয়র মিসেস নায়ার কবীরকে সবদিক থেকে যোগ্য প্রার্থী বিবেচনা করে তার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। আসুন আমরা শপথ রক্ষা করে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আপনার আমার মার্কা কি? নৌকা নৌকা। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply