স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিসেস নায়ার কবিরের সমর্থণে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দক্ষিণ পৈরতলায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হিরণ মিয়ার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর ওমর ফারুক জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলাআওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, মজিবুর রহমান, তসলিম খান, অলি মিয়া, আওয়াল মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, শ্রমিক লীগ নেতা জিয়াউল করিম চৌধুরী, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, আবুল কাসেম, খলিল সর্দার, আলী আজ্জম, বাবুল মিয়া, জাকির মিয়া, ইকবাল মিয়া, রমজান আলী, হারুন মিয়া, শরিফ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নেতৃবৃন্দ আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবিরের নৌকা প্রতীকের পক্ষে একযোগ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply