সংবাদ শিরোনাম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবিরের মনোনয়ন দাখিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবিরের মনোনয়ন দাখিল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নারী মেয়র বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও নারী নেত্রী জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র মিসেস নায়ার কবির স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির।

মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমাদানের পূর্বে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করছেন মিসেস নায়ার কবির।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, জেলা আওয়ামীলীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম ভুইয়া, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিকে, দলীয় মনোনয়নপত্র জমাদানের পূর্বে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকার মুক্তমঞ্চে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামীলীগের শীর্ষনেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির। এসময় তিনি দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীকে দলের মনোনয়ন দিয়েছেন। আপনার আমার হয়ে পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় নৌকা প্রতীকে ভোট চাইবেন এবং নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন যাতে করে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে পারি। আপনার আমার জন্য দোয়া করবেন যাতে আমৃত্যু আপনাদের সেবক হয়ে কাজ করতে পারি। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com