স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অলি মিয়া (৩৬) নামে এক চালক নিহত হয়েছে। এ ঘটনায় ফারুক মিয়া (৩০) নামে ট্রাক্টরের এক হেলপার গুরুতর আহত হয়েছে।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের গাছতলা মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী পুকুরে পড়ে গেলে ট্রাক্টর চালক ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এঘটনায় ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়।
নিহত চালক অলি মিয়া উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মন মিয়ার ছেলে ও আহত হেলপার ফারুক মিয়া একই ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মোহাম্মদ মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দূর্ঘটনার খবর পেয়ে পাশবর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে চালক অলি মিয়াকে ট্রাক্টরের নিচে চাপা পড়া অবস্থায় উদ্ধার করে এবং ট্রাক্টরের হেলপারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরের চালক অলি মিয়াকে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত হেলপারকে ভর্তি করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply