সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের ৫ম দিনে নির্বাচিত গ্রন্থের প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের চতুর্থ দিনে মুজিবনগর দিবস পালন বিজয়নগর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন অতিবাহিত বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা নববর্ষ উদযাপন সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সাথে জেলা পুলিশের ঈদ শুভেচ্ছা বিনিময় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেলা পুলিশের প্রীতিভোজ অনুষ্ঠিত যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর পালিত সরাইল উপজেলা প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

কক্সবাজার আদালতে আইনজীবী সহকারীর বিরুদ্ধে আইনজীবীর প্রতারণা মামলা

কক্সবাজার আদালতে আইনজীবী সহকারীর বিরুদ্ধে আইনজীবীর প্রতারণা মামলা

নূরুল বশর মানিক, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে এক সিনিয়র আইনজীবী প্রতারণার অভিযোগে আইনজীবী সহকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে সরাসরি ওয়ারেন্ট ইস্যুর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি  গ্রামের মৃত মোঃ কালুর পূত্র এডভোকেটখাইরুল আমিনের সাথে একই আদালতে কর্মরত আইনজীবী সহকারী উখিয়া  উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত হারু মিয়ার পূত্র ও বর্তমানে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাসকারী আইনজীবী সহকারী ফারুখ হোসেন হিরু গত ২০১০ ইং সালে ০.৮০  শতক জমি ৪ লক্ষ টাকা দরদামে বিক্রির কথা সাব্যস্ত করে  বায়না নামা দলিল করে দেড় লক্ষ টাকা
নিয়ে গত  ১৯ মে  ২০১৫ ইং রেজিঃ ৬৭৫ নং কবলা মূলে ঐ জমি এডভোকেট খাইরুল আমিনের বদলে কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ আবদুস ছালাম কে বিক্রি করে দেন। পরবর্তীতে বায়নানামা দাতা আইনজীবী সহকারী ফারুখ হোসেন হিরোর কাছ থেকে মামলার বাদী আইনজীবী এডভোকেট খাইরুল আমিন  বায়নার টাকা ফেরত চাইলে ফারুখ
হোসেন হিরু গত বছরের ২৩ মার্চ সমস্থ লেনদেন অস্বীকার করেন।  


পরে এ ঘটনায় গত সোমবার (০৬ মে) এডভোকেট খাইরুল আমিন বাদী হয়ে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় (উখিয়া) আমলী আদালতে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দন্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা (নং- সি. আর. ১৪৩/২০১৯) দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাবা জেরিন সুলতানা মামলাটি আমলে  নিয়ে আসামী ফারুখ হোসেন হিরোর বিরুদ্ধে সরাসরি ওয়ারেন্ট ইস্যুর আদেশ দেন। 


আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ শফি জানান,  মামলার আদেশে ইস্যূকৃত ওয়ারেন্ট ইতিমধ্যে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে। 


এ বিষয়ে মামলার বাদী এডভোকেট খাইরুল আমিন জানান, বারবার আসামী হিরুকে বায়নার টাকা ফেরত দিতে বলা  হলেও গ্রাহ্য   না করায় ও লেনদেন অস্বীকার করায় আদালতে মামলা করতে বাধ্য  হয়েছি। 


এ বিষয়ে জানতে চাইলে মামলার আসামী আইনজীবী সহকারী ফারুখ হোসেন হিরো বলেন, কয়েক দিনের মধ্যেই আত্মসমর্পণ করে তিনি জামিন নিবেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com