সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্টাচার্য্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। তাছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকাল ৯ ঘটিকা হইতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গণ টিকা কার্যক্রম পরিচালিত। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সন্ধ্যায় এক মনোজ্ঞ বাউল গান অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply