স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব বাংলাদেশেও পড়ার আশঙ্কায় বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে সাধারন ছুটি ঘোষণা করেছেন। এসময় শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ত্রাণ বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর ঋষিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ঋষি সম্প্রদায়, মেড্ডা বাস টার্মিনালে পরিবহন শ্রমিক, কুসুমবাগ জেলে পল্লীতে জেলে সম্প্রদায়, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তৃতীয় লিঙ্গের ও শহরের ছিন্নমূল মানুষসহ পাঁচ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা, ১কেজি মসুর ডাল, ১ কেজি আলু ও ১টি সাবান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়া এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply