স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে পৌর এলাকার ১০ ও ১১নং ওয়ার্ডের এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পৌর এলাকার কান্দিপাড়া খতমে নবুওয়াত মাদ্রাসা প্রাঙ্গণে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান পৌর মেয়র মিসেস নায়ার কবির। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাবেক সভাপতি জমসেদ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক এড. মাহবুবুল আলম খোকন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম, জেলা আওয়ামী লীগের সদস্য কাছন মিয়া, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহনুর ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মোমেন, ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম আপন, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মস্তু মিয়াসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই আগামী নির্বাচনে পৌর এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে এখানে নৌকার বিজয় অবশ্যই নিশ্চিত হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply