শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মইনুল ইসলাম নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৩০ জুন) ভোর রাতে ওই উপজেলার জোংরা ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৫ নং মেইন পিলারের ৮ নং সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত মইনুল শ্রীরামপুর ইউনিয়নের ধবের পাড়া এলাকার নজরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। তবে বিজিবি’র পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের কাছে এখন পর্যন্ত বাংলাদেশি কোনো পরিবার অভিযোগও করেনি এবং বিএসএফ’র পক্ষ থেকেও জানানো হয়নি।
স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন মইনুল ইসলামসহ একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া ১৪০ বিএসএফ’র টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মইনুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। বাকিরা পালিয়ে যায়। পরে বিএসএফ’র টহল দল তাকে আটক করে ভারতীয় মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। মইনুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৬১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র রংপুর অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল শরিফুল ইসলাম বলেন, ‘এ ধরণের ঘটনার কোনো তথ্য আমাদের কাছে নেই। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশি কোনো পরিবার অভিযোগও করেনি এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকেও জানানো হয়নি। তবে বিজিবি’র পক্ষ থেকে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’
ইনামসময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply