স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
হেফাজতের তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহকারি প্রচার সম্পাদক মুফতি মাওলানা জাকারিয়াকে গ্রেফতার করেছেন পুলিশ।
রবিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকার মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইওয়ান) ইনচার্জ ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গতকাল রবিবার রাতে তাকে গ্রেফতার করেছেন।
ইমতিয়াজ আহমেদ আরো বলেন, গত ২৬,২৭ ও ২৮ শে মার্চ হেফাজতের তাণ্ডবের ঘটনায় সে জড়িত ছিলেন। তিনি বলেন, হেফাজতের তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ৫৫ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৫ হাজারেরও অধিক লোকজনকে আসামি করা হয়েছে। এর মধ্যে আজ সোমবার সকাল পর্যন্ত ৩৬৯ জনকে পুলিশ গ্রেফতার করেছেন।
উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা তিনদিন ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হামলাকারীরা সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনা ব্যাপক
ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুরো ব্রাহ্মণবাড়িয়াকে মৃত্যুপুরিতে পরিনত করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply