স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে র্যাবের অভিযানে মোবাইল ফোনের টাওয়ারের যন্ত্রপাতিসহ মোঃ মারুফ (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছেন।
গত বুধবার (০৫ মে) বেলা পৌনে ১ টায় ঢাকা-সিলেট মহাসড়ককের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত মারুফ ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকার মোঃ বোরহান উদ্দিনের ছেলে।
র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বুধবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-০৩ ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মোঃ মারুফকে গ্রেফতার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং পলাতক আসামীরা বিভিন্ন এলাকা হতে গ্রামীন ফোনের টাওয়ারের আইপিএস চুরি করে বিক্রয় করে থাকে। এসময় তার নিকট হতে ০২ টি আইপিএস, ০১ টি ল্যাপ্টপ, ০১ টি প্রাইভেটকার ও ০১ টি কার চার্জার উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply