স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নারকীয় তাণ্ডবের মূলহোতা সাজিদুর রহমান ও মোবারক উল্লাহসহ সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর গণস্বাক্ষর কর্মসূচিতে সংহতি প্রকাশ করে স্বাক্ষর করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
শনিবার (০৫ জুন) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে আধুনিক ও নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়ার স্বপ্নদ্রষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এ গণস্বাক্ষর বহিতে স্বাক্ষর করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফ ও শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান অপু প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply