স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ লোকমান হোসেন ও নাসিরনগর থানা পুলিশের নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ হাবিবুল্লাহ সরকার। গতকাল ১২ জুন পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপন জারি করে মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে হাবিবুল্লাহ সরকারকে বদলির আদেশ দেন।
গতকাল ১২ জুন রোজ শনিবার ও আজ ১৩ জুন রবিবার পুলিশ সুপার কার্যালয়ের পৃথক দুটি আদেশে তাদেরকে পদায়ন করা হয়।
পুলিশ পরিদর্শক মোঃ লোকমান হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি’র) ওসি হিসেবে দায়িত্ব পালন করেন ও অপর পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুল্লাহ সরকার মানিকগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন মোঃ লোকমান হোসেন ও নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক এর স্থলাভিষিক্ত হলেন মোঃ হাবিবুল্লাহ সরকার।
এদিকে, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় গত বুধবার ৯ জুন২০২১ ইং তারিখে পুলিশ সদরদপ্তর থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিজয়নগর থানার ওসি মোঃ আতিকুর রহমানকে রংপুর পুলিশ বিভাগে ও নাসিরনগর থানা পুলিশের ওসি এটিএম আরিচুল হককে বরিশাল পুলিশ বিভাগে বদলি করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply