সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
কিশোরগঞ্জের কটিয়াদির চাঞ্চল্যকর নুর মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোতালিব মিয়া (২০) কে গ্রেফতার করেছেন র্যাব।
শনিবার (২১ আগস্ট) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, গত ১৫ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কামারকোনা গ্রামের নিজ বাড়িতে খুন হন আনসার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সদস্য নুর মিয়া। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৫ আগস্ট কামারকোনা গ্রামের আলতু ভুইয়ার ছেলে মোতালিব মিয়াসহ অন্যান্য আসসামীরা নুর মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ১৯ আগস্ট কটিয়াদি থানায় একটি হত্যা মামলা করা হয়। এদিকে ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি শুরু করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ সিপিসি-৩ এর গোয়েন্দা সদস্যরা আজ শনিবার তাকে গ্রেফতার করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীকে কিশোরগঞ্জের কটিয়াদি থানার মামলা নং- ২০,তারিখ-১৯/০৮/২০২১, ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/৪২৭/৩০২/৩৫৪/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়ে কটিয়াদি থানায় জমা দেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অন্যান্য আসামীদের গ্রেফতারে র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply