সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকাস্থ সরাইল সমিতি “সরাইল অক্সিজেন ব্যাংক” নামে সংগঠনকে করোনা রোগীদের সেবার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। করোনা মহামারিতে চলমান ক্রান্তিকালে মানুষের সুরক্ষায় করোনা রোগীদের সেবার জন্য ১৪টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সরাইল মনোয়ারা (প্রাঃ)হাসপাতালের সামনে মাঠে আনুষ্ঠানিকভাবে ঢাকাস্থ সরাইল সমিতির পক্ষ থেকে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন।
অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে ঢাকাস্থ সরাইল সমিতির সভাপতি মোহাম্মদ নুরু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছু রহমান রহমান ,সরাইল অফিসার ইনচার্জ মো: আসলাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু। ঢাকাস্থ সরাইল সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহজাহান। সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনের ভলান্টিয়ার বেলায়েত হোসেন মিল্লাত, নারায়ন চক্রবর্তী, সজল, পারভেজ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
সরাইল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের অভাব রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরাইল অক্সিজেন ব্যাংক নামে সংগঠনের অক্সিজেন সিলিন্ডার সরাইলে করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply