স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
গাজীপুর কালিয়াকৈরের মৌচাক থেকে হত্যা মামলার এজাহারভূক্ত মোঃ আজিজুল হক-(২৫) ও মোঃ বিল্লাল মিয়া-(২৫) ওরফে জামাই বিল্লালকে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৫ টায় গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শনিবার বেলা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর থানার মামলা নং-১০/১১৫, তারিখ-১৪/০৭/২০২০খ্রিঃ, ধারা-৩০২/২০১/ ৩৭৯/৩৪ পেনাল কোড হত্যা মামলার আসামি বাজিতপুর উপজেলার নিলখী হাপানি গ্রামের মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ আজিজুল হক ও একই উপজেলার পূর্বচন্দ্রগ্রামের আবু হানিফের ছেলে মোঃ বিল্লাল মিয়া ওরফে জামাই বিল্লালকে গ্রেপ্তার করেন।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে গ্রেফতারী ওয়ারেন্ট মূলে বাজিতপুর থানায় হস্থান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply