স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ভারত সরকারের দেওয়া উপহার দুটি এম্বুলেন্স গ্রহণ করলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-০৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের দেওয়া উপহার এম্বুলেন্স আইনমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতে হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মুমেন, আইন সচিব গোলাম সারোয়ার, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ।
ভারতের দেওয়া উপহার এম্বুলেন্স এর চাবি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী কাছ থেকে গ্রহণ করছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মিসেস বিক্রম দুরাইস্বামী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক জয়নাল আবেদিন। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply