কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি সংস্থা প্রচেষ্ঠার আলোয় আলো প্রকল্পের ব্যপস্থাপনায় পুষ্টি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।রবিবার( ৩০ অক্টোবর ) সকাল দশটায় হীড বাংলাদেশের ট্রেনিং রুমে প্রচেষ্টার আলোয় আলো প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেটর মোঃ আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্টিত কর্মশালায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, পুষ্টিমান নিশ্চিত ও এ বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্ঠিতে কৌশলগত দিক উপস্থাপন করা হয়। প্রচেষ্টা তার আলোয় আলো প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর, ইসলামপুর, আলীনগর,মাধবপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের ১০টি চাবাগান এলাকার ৩ টি সরকারী ও ৭টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার শিশুদের সামাজিক সুরক্ষা ও প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজকরে যাচ্ছে।কর্মশালায় আলোচনা করেন বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার তৌহিদ ফেরদৌস,ব্রেকিং দ্য সাইরেন্সের প্রোজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়,হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুওে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমূখ। এডুকো বাংলাদেশের সহায়তায় পরিচালিত শিশুদের জন্য নিরাপত্তা বেষ্টনীর সংহতি এবং সমন্বয় ও শিক্ষা বিস্তারের এই প্রকল্প বাস্তবায়নে প্রচেষ্টাকে অর্থায়ন করছে চাইল্ড ফান্ড কোরিয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply