স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
কিশোরগঞ্জে র্যাবের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ প্রসাধনী সামগ্রীসহ মোঃ পারভেজ-(১৯), মোঃ আশরাফুল-(১৯), পিত মোঃ শামসুল হক, মোঃ মাসুদ রানা-(১৯), জয় চেীধুরী-(১৯), মোঃ রবিউল-(৩৫), মোঃ সবুজ মিয়া-(২২), রাজু সিকদার-(৩৭) ও মোঃ জাহাঙ্গীর হোসেন-(৩৫) নামে ৮ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (০১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১২ টা ৫ মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ১২ টা ৫ মিনিট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার লক্ষীডাংরী গ্রামের মোশাররফ মিয়ার ছেলে পারভেজ, একই গ্রামের সাগর হোসেনের ছেলে মাসুদ রানা, নারায়নগঞ্জের বন্দর উপজেলার খালপাড় এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল, ঢাকার শুক্রাবাদ এলাকার সুনীল চৌধুরীর ছেলে জয় চৌধুরী,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বনগঞ্জ গ্রামের সানু মিয়ার ছেলে রবিউল, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হারুন মিয়ার ছেলে সবুজ মিয়া, পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার রাজাপাশা এলাকার মৃত সুলতান সিকদারের ছেলে রাজু সিকদার ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া গ্রামের চান কাজীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪৩ কেজি গাঁজা, নগদ সাড়ে ৩ হাজার টাকা, ১ টি পিকআপ ভ্যান, ১১৪১ অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী, নগদ ৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply