স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ টি উপজেলার মধ্যে দুটিতে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। জেলার নবীনগর উপজেলার ১৩ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে আওয়ামী লীগ ৫ টি, বিদ্রোহী ৭ টি ও স্বতন্ত্র ১ টিতে বিজয়ী হয়েছেন। জেলার অনুষ্ঠিত হওয়া তিনটি উপজেলার মধ্যে একমাত্র বাঞ্ছারামপুরে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
অপরদিকে, জেলার সরাইল উপজেলার ৯ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ২ টি, বিদ্রোহী প্রার্থী ২ টি, জাপা ১ টি ও স্বতন্ত্র ৪ টিতে বিজয়ী হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপজেলা দুটির প্রত্যেক ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।
অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের সরব তৎপরতা।
বিজয়ীদের মধ্যে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে জাপা মনোনীত লাঙ্গল প্রতীকে মোশারফ হোসেন ভুইয়া (প্রাপ্ত ভোট-৭২১৭), সরাইল সদর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জব্বার মোটর সাইকেল প্রতীকে (প্রাপ্ত ভোট-৯১২৬), কালীকচ্ছ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ ছায়েদ হোসেন মোটর সাইকেল প্রতীকে (প্রাপ্ত ভোট-৪৮২৫), নোয়াগাও ইউনিয়নে মনসুর আহমেদ চশমা প্রতীকে (প্রাপ্ত ভোট-৪২৭৭), শাহবাজপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে খায়রুল হুদা চৌধুরী (প্রাপ্ত ভোট-৬৩১৯), শাহজাদাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোছাঃ আছমা আক্তার নৌকা প্রতীকে (প্রাপ্ত ভোট-৫০০০), চুন্টা ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ হুমায়ুন কবির আনারস প্রতীকে (প্রাপ্ত ভোট-৬৬৫৬), পানিশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোটরসাইকেল প্রতীকে (প্রাপ্ত ভোট-৮২১৩) ও পাকশিমুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাউছার হোসেন আনারস প্রতীকে (প্রাপ্ত ভোট-৭৬০৬) ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে, নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী, নবীনগর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নুরে আলম, বীরগাঁও ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মোঃ কবির আহমেদ, শ্রীরামপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে কাজী জাকির উদ্দিন, লাউর ফতেহপুর ইউনিয়নে ঘোড়া প্রতীকে মোঃ জাকির হোসেন, ইব্রাহিমপুরে নৌকা প্রতীকের প্রার্থী, সাতমোড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, রসুল্লাবাদ ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী, জিনোদপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী, শ্যামগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বড়িকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও রতনপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোট কেন্দ্রে ভোটারদের উৎসবমুখর উপস্থিতি।
সরাইল উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, প্রার্থী বাছাইয়ে স্থানীয় শীর্ষ আওয়ামীলীগ নেতাদের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা অনেকেই তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ভালো সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ নেই। পাশাপাশি সাধারন মানুষের সাথে তাদের দূরত্ব থাকায় নির্বাচনে পরাজিত হয়েছেন। এ নিয়ে গতকাল রবিবার সন্ধ্যার পর থেকে উপজেলার কয়েকজন নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের বিপুল উন্নয়ন কর্মকান্ডের পরও সঠিক প্রার্থী মনোনীত না করার কারনে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের এ ভরাডুবি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply