সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের দুই শীর্ষ নেতার নিজ কেন্দ্র “স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়” এ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যন প্রার্থী সেলিম খন্দকার মাত্র ৩ ভোট পেয়েছেন। এ ঘটনায় বিভিন্ন মহলে চলছে মুখরোচক আলোচনা সমালোচনা।
সরাই সদর ইউনিয়নের “স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়” ভোট কেন্দ্র এলাকায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শের আলম মিয়ার জন্মস্থান। শের আলমকে সরাইলবাসী ভোট দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করেছিল।
অপরদিকে, অ্যাডভোট আশরাফ উদ্দিন মন্তু জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী হিসেবে সারা উপজেলায় বিলবোর্ড এবং দেয়ালে দেয়ালে চিকা মেরেছে। এ দুজন শীর্ষ যুবলীগ নেতার নিজ ভোট কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে ৩ ভোট পাওয়াকে ঘিরে সরাইল উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। কর্মী সমর্থকদের প্রশ্ন উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে তাদের কি যোগ্যতা রয়েছে। উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে চা দোকানে এ সমালোচনা করছেন সাধারন তৃনমুল কর্মী সমর্থকরা। তারা বলছেন, এমন জনবিচ্ছিন্ন লোকরা কিভাবে ক্ষমতাসীন আওয়ামীলীগের সহযোগী সংগঠন উপজেলা যুবলীগের শীর্ষ পদে এসেছেন, যাদের নিজ ভোট কেন্দ্রে দলীয় প্রতীকে মাত্র ৩ টি ভোট পেয়েছে।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদেরর মধ্যে সরাইল সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত রয়েছে। তিনি মোটর সাইকেল প্রতীকে ৯ হাজার ১২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পর্ববর্তী আলোচনায় বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের প্রাপ্ত ভোটের কাউন্ট-ডাউনে আলোচনায় স্থান পেয়েছে যুবলীগের নেতাদের কেন্দ্র স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সেলিম খন্দকার ৩ ভোট পাওয়ার বিষয়টি।
আওয়ামীলীগের অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২ হাজার ৪৩৩ জন ভোটারের ওই কেন্দ্রে ১ হাজার ৬০১ জন ভোটার ভোট প্রদান করলেও আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়েছেন কেবল ৩ জন। নৌকা প্রতীকে এক কেন্দ্রে ৩ ভোট পাওয়ার এ বিষয়টি বিভিন্ন মহলে মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply