মোঃ আনোয়ার সুলতান, (স্টাফ রিপোর্টার) সাভার
সাভারের চটপটি বিক্রেতা জাকিরসহ চার অপহৃতকে অপহরণের ৭ দিন পর চাঁদপুরের মতলব থানার দূর্গম চর থেকে উদ্ধার করেছে র্যাব-৪। এ ঘটনায় ২জন অপহরণকারীকে আটক করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- চাঁদপুরের ওবায়দুল্লাহ দেওয়ান (৪৮), ও রহমত উল্লাহ দেওয়ান (৩৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ১৫ ডিসেম্বর সাভার এলাকার চটপটি ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৬) কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এক পর্য়ায়ে নিখোজ ওই চটপটি ব্যবসায়ী জাকির হোসেন এর বাড়ীওয়ালা শোভা আক্তার এর মোবাইলে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে জাকির হোসেনকে উদ্ধারে তার বড় ভাই আলমগীর দেওয়ান তার দুই ভগ্নিপতি কাশেম বাঘ ও মোঃ শফি উদ্দিন ২৫,০০০/-টাকা নিয়ে আসামীদের ঠিকানায় গেলে তাদেরকেও আটকে রাখে অপহরণকারীরা।
পরবর্তীতে অপহৃত জাকির হোসেনের স্ত্রী পুরো বিষয়টি জানিয়ে র্যাব-৪ এর অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দিলে এঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব-৪। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধায় চাঁদপুরের মতলব উত্তর থানার বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ৪ জনকে উদ্ধার করে র্যাব। এসময় আটক করা হয় দুই অপহরণকারীকে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply