সংবাদ শিরোনাম
সরাইলে সীপকস এর উদ্যোগে দুস্থ অসহায় শীতার্ত নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সরাইলে সীপকস এর উদ্যোগে দুস্থ অসহায় শীতার্ত নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার বিকাল ৫টায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে পরিচালিত কল্যাণমূলক প্রতিষ্ঠান সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপকস)প্রধান পৃষ্টপোষক এর উদ্যোগে দুস্থ ও শীতার্ত নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
সরাইলে উত্তর-পূর্ব রিজিয়ন ২৫ বিজিবির সীপকস কোভিট-১৯ প্রটোকল অনুযায়ী সামাজিক দূরক্ব বজায় রেখে বিজিবির খেলার মাঠে দেড় শতাধিক দুস্থ অসহায় শীতার্ত নারী-পূরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে পরিচালক অপারেশন, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর  পত্নী এবং পরিচালক লজিষ্টিক এর পত্নী ও সীপকসের সদস্যরা উপস্থিত ছিলেন।
সীপকস উত্তর-পূর্ব রিজিয়ন ২৫ বিজিবির পরিবারের নারী ও শিশুদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি কল্যাণমুখী প্রতিষ্ঠান। বিজিবিতে কর্মরত ব্যক্তিদের স্ত্রী, কন্যা, বোন ও পোষ্যদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে মেধা এবং প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এ সমিতি ভূমিকা পালন করছে। এ ছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সময় সমাজের অবহেলিত ও পিছিয়ে থাকা নারী-পূরুষদের কল্যাণেও সীপকস সহায়তা প্রদান করে থাকে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com