ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়’র ২২১ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাচ ২২১ এর শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারুক আহম্মদ উল্লা খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১) ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা আক্তার, সিএসই বিভাগের লেকচারার মোঃ আশরাফুল আলম, ইইই বিভাগের বিভাগীয় প্রধান নাহিদ হাসান, ইইই বিভাগের লেকচারার সাগর বিশ্বাস, ইংরেজি বিভাগের লেকচারার ইমতিয়াজ মাহমুদ রিফাত, সাবিকুন্নাহার রীমা, ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার অদিতি রায়, শাকিলা ফেরদৌস এবং রিপা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার অর্পা পাল এবং রোহানা আফরোজ। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে উন্নত প্রযুক্তি ব্যবহারে দক্ষতা এবং সেই সাথে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে সচেষ্ট থাকবে এবং “এই স্লোগানকে সামনে রেখে সকল শিক্ষার্থীদের নিয়ে আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় আরও সামনে এগিয়ে যাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply