সংবাদ শিরোনাম
অল ইন্ডিয়া ডিজাস্টার মিটিগেশন ইনস্টিটিউশনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন অধ্যপক ড. মাহবুবা নাসরীন

অল ইন্ডিয়া ডিজাস্টার মিটিগেশন ইনস্টিটিউশনের প্রশিক্ষণে রিসোর্স পার্সন অধ্যপক ড. মাহবুবা নাসরীন

বাউবি’র প্রো-উপাচার্য নেটওয়ার্কের দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান গবেষক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন নারীদের নেতৃত্বে সহনশীলতা ও বিপর্যয়ের প্রস্তুতি ‘শীর্ষক তিন দিনব্যাপী অন-লাইন প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন।
ভারতের অল ইন্ডিয়া ডিজাস্টার মিটিগেশন ইনস্টিটিউশন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এর পৃষ্ঠপোষকতায় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২২ তিন দিনব্যাপী এই অন-লাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক নাসরীন ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বিকেল ৪টায় মহামারির ঝুঁকি ও আন্তঃবিভাগীয় বিষয়ক প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য প্রদান করেন। রিসোর্স পার্সন হিসেবে আরও অংশগ্রহন করেন থাইল্যাণ্ডের থামাসাট ইউনিভার্সিটর সহকারী অধ্যাপক ড. সেওতা সিনহা, এফএইচআই এর লিয়াজো কো-অর্ডিনেটর ড. প্রিয়াংকা সিংহ, লন্ডন ইউনিভার্সিটি কলেজের লেকচারার ড. পূণম ইয়াদব, ইউএনডিপির সাবেক কনসালটেন্ট  মিস এ্যনি জর্জ এবং ভারতের গুজরাটের ঝঊডঅ এর মানষী শাহ প্রমুখ।
উক্ত অন-লাইন প্রশিক্ষণে কোর্স চেয়ার হিসেবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূর্য প্রকাশ, পৃষ্ঠপোষক মেজর জেনারেল এম.কে বিন্দাল এবং কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন মি. অনিল কাথাইট এবং এআইডিএম.এর খিতিশ গুপ্ত। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com