মতিউর মুন্না,স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোঃ জামাল হোসেন (৩৫) নামে এক বাউল শিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। নিহত জামাল হোসেন রাজধানী ঢাকার কচুখেত এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৮ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উরশিউড়ায় যাত্রীবাহী সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি যাত্রী বাউল শিল্পী জামাল হোসেন নিহত হন। এঘটনায় সিএনজি চালক সিদ্দিক মিয়া (৪৫), নিহত জামাল হোসেনের সহযোগী বাউল শিল্পী মোঃ আলামিন (৩৭) ও নবীনগর উপজেলার রাধানগরের ইয়াছিন মিয়া (২৮)।
এদিকে আহতদের মধ্যে সিএনজি চালক সিদ্দিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহাগ হোসেন।
আহত বাউল শিল্পী আলামিন জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুগড়া ইউনিয়নের আউড়ারচর গ্রামের শহীদ ফকিরের ওরশের গান গাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া আসেন। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলী মোড় থেকে সিএনজি দিয়ে আখাউড়া যাওয়ার পথে রাত ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply