সংবাদ শিরোনাম
মহান মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতুর সফলতা জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়; আল মামুন সরকার

মহান মুক্তিযুদ্ধের পর পদ্মা সেতুর সফলতা জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়; আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের পর পদ্মাসেতুর বিজয় জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “আমরাও পারি ” এই প্রত্যয়ে এদেশের মর্যাদাকে বিকশিত করেছেন। তিনি বলেন, পদ্মাসেতুর জয়ের আনন্দে নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সঙ্গীত ও আবৃত্তির আয়োজনকে আমি স্বাগত জানাই এবং এর সংঙ্গে সংশ্লিস্টদের অভিনন্দন জানিয়ে এর সফলতা কামনা করছি।
গতকাল রোববার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে নতুনমাত্রার উদ্যোগে “আমরা পারি”সঙ্গীত ও আবৃত্তির চিত্রায়নের মহরত আয়োজনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মহরত পর্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ। নতুনমাত্রার সম্পাদক আল আমীন শাহীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী পরিবেশনা প্রতিষ্ঠান রঙ্গধনু স্টুডিওর সত্বাধিকারী দেবাশীষ চক্রবর্তী দেবু, নতুনমাত্রার যুগ্ম সম্পাদক সৈয়দ মারুফ, যুগ্ম সম্পাদক নুসরাত জাহান জেরিন, পাবলো চৌধুরী, মোহাম্মদ সাব্বির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com