সরাইল উপজেলা প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- উদযাপন উপলক্ষে প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হইতে বর্ণাঢ্য র্যালি শেষে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উদ্বোধনী, পুরস্কার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ, সরাইল থানা পুলিশের ওসি তদন্ত মোঃ শিহাবুর রহমান, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু কৃষিপদক প্রাপ্ত গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল মহিলা কলেজ অধ্যক্ষ বদর উদ্দিন বদু প্রমূখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply