সংবাদ শিরোনাম
সরাইলে ৩ জন জুয়ারী গ্রেফতার

সরাইলে ৩ জন জুয়ারী গ্রেফতার

সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ৩ জন জুয়ারীকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ-৬৮০ টাকা ও বিভিন্ন জাতের তাস উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ আগস্ট) উপজেলার অরুয়াইল ইউপিস্থ ধামাউড়া গ্রামের জনৈক জলিল মিয়ার খালি ভিটা বাড়ী হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদ ভিত্তি এসআই (নিরস্ত্র)/মোঃ মিজানুর রহমান, এএসআই(নিঃ)/ শামসুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া পশ্চিমপাড়ার মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ হুমায়ুন মিয়া-(৩৫), ধামাউড়ার (মধ্যপাড়া) ফিরোজ কাজীর ছেলে ইমান উদ্দিন-(৪০) ও একই গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে ফুল মিয়া-(৫৩)।
সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলা অবস্থায় নগদ-৬৮০ টাকা ও বিভিন্ন জাতের তাসসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com