সরাইল উপজেলা প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
রবিবার (২১ আগস্ট) সকাল ১০ টায় জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে ধারণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের পাশের খাঁদে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন টিম কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় জানা যায়নি।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী জানান, মৃত ব্যাক্তিকে অন্য কোন এলাকা থেকে হত্যা করে শাহবাজপুরের বৈশামুড়া এলাকায় ফেলে যায়।
সরাইল থানার পরিদর্শক তদন্ত মোঃ শেহাবুর রহমান জানান, নিহত ব্যক্তি মাথা জখম ছিন্ন রয়েছে। মুখেও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কা করা হচ্ছে- ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply