বিজয়নগর প্রতিনিধি , সময়নিউজবিডি
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, বিজয়নগর থানা পুলিশের পক্ষে ওসি ফয়জুল আজিম নোমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ইউএনও মেহের নিগারের সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন এর সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুুুুকাই আলী।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান, সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী সাথী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তারা মিয়া, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী।
আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply