সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনলাইন ভিত্তিক অ্যাপিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা অবস্থায় ০২টি মোবাইল ফোন ও নগদ-৬৩১০ টাকাসহ ০২ জন অনলাইন জুয়াডী গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ।
সরাইল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের বিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সরাইল প্রাতঃ বাজার হইতে স্বল্প নোয়াগাঁও যাওয়ার রাস্তায় আরিফাইর গ্রামের আবু সাঈদ এর মুদির দোকানের ভিতর হইতে অনলাইন ভিত্তিক অ্যাপিকেশন দ্বারা মোবাইল ফোনে অভিনব কায়দায় জুয়া খেলা অবস্থায় সরাইল উপজেলার সদর ইউনিয়নের স্বল্প নোয়াগাঁও গ্রামের আব্দুল বাছিরের ছেলে জালাল মিয়া(৩২), ্একই ইউনিয়নের দক্ষিন আরিফাইল মৃত আবুল কাশেমের ছেলে হাসান আলীকে (৩৮ গ্রেফতার করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার( অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আনিছুর রহমান নির্দেশে পুলিশ পরিদর্শক(তদন্ত),মোঃ শেহাবুর রহমান, নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জয়নাল আবেদীন-২, এএসআই(নিঃ)/ সফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স তাদেরকে জুয়া খেলা অবস্থায় ০২টি মোবাইল ফোন ও নগদ-৬৩১০ টাকাসহ গ্রেফতারকরা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন জানান, যুব সমাজকে চরম ভাবে ধ্বংস করার পাশাপাশি তারা দেশের ভাবমুর্তি বিনষ্টসহ অর্থনৈতিক ক্ষতি করিতেছে সংবাদ ভিত্তিতে তাদেরকে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply