সময়নিউজবিডি রিপোর্ট
কিশোরগঞ্জের ভৈরব থেকে ৮৪ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে জাকির হোসেন-(৩৫) ও মোঃ রিয়াদ-(২৩) নামে ০২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
বুধবার (৩০ নভেম্বর) রাত ৩ টায় ভৈরবের নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার রাত তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরব নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার ৩০কান্দি গ্রামের লাল মিয়ার ছেলে জাকির হোসেন ও ভৈরব থানা দিন ভৈরব উত্তরপাড়ার মৃত ফকির মিয়ার ছেলে মোহাম্মদ রিয়াদকে আটক করেন। এসময় তাদের দখলে থাকা একটি হায়েস গাড়ী তাল্লাশী করে এর মধ্যে রক্ষিত অবস্থায় ২৫ টি বান্ডিল কস্টেপ দ্বারা মোড়ানো মোট ৮৪ (চুরাশি) কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। আটককৃত চোরাকারবারির দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply