সরাইল উপজেলা প্রতিনিধি
সৌন্দর্য বর্ধনের জন্য নির্মিত আল কোরআনের আদলে ভাস্কর্যটি অবৈধ দখলদারের কবলে রয়েছে। ভাস্কর্যটির চার পাশে স্থানীয় অবৈধ দখলদাররা গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসার পসরা। এরফলে ময়লা আবর্জনার স্তুপ হয়ে গেছে আল কোরআনের আদলে নির্মিত ভাস্কর্যটি। যার ফলে সৌন্দর্য হারাতে বসেছে ভাস্কর্যটি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ প্রবেশে দেওয়ান মাহবুব আলী কুতুব মিয়া তোরণ সংলগ্ন হাসপাতাল মোড়ে নির্মাণ করা হয়েছে আল কোরআনের আদলে একটি ভাস্কর্য। ভাস্কর্যটির উত্তর পাশ থেকে শুরু করে একেবারে উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ মুখ পর্যন্ত প্রতিদিন অস্থায়ী বাজার বসে। যার ফলে প্রতিদিন সরাইল নাসিরনগর লাখাই আ লিক সড়কের সরাইল হাসপতাল মোড় ও উচালিয়াপাড়া মোড়ে প্রতিনিয়ত যানযটের সৃষ্টি হয়। এতে জনসাধারনের ভোগান্তি চরমে। ২০২২সালে ওই নব নির্মিত ভাস্কর্যটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। যার নির্মাণ ব্যায় হয়েছে দশ লক্ষ প ান্ন হাজার টাকা। স্থানীয় নুরুল ইসলাম লাল বাদশা ,
স্থানীয় ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ মৃধা দুলাল ভাস্কর্যটির পবিত্রতার রক্ষা করার দাবী জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply