ব্রাহ্মণবাড়িয়া দ্যা ব্লুমিং ফ্লাওয়ার কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০১ মার্চ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা খাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে বই তুলে দিচ্ছে। দেশের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। উন্নয়নশীল দেশে থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে রূপান্তরিত করা হবে। কাজেই এই সরকারের বারবার ক্ষমতায় আসা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আ. কুদ্দূস, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমত উল্লাহ্ টিপু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রওশান জাহান রুমি, কবি আনিছুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দুল হোসেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply