স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ০৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিলসহ রতন মিয়া-(৪৫) ও আব্দুল্লাহেল কাফি জাকারিয়া-(৩৯) নামে দুই মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ১০টায় আশুগঞ্জ উপজেলা সদরের শরীয়তনগর পুরাতন ফেরিঘাট এলাকার রতন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে আশুগঞ্জ শরীয়তনগর পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ এলাকার বাদল মিয়ার ছেলে মোঃ রতন মিয়া ও নরসিংদী জেলা শহরের আসমান্দীর চর এলাকার মোঃ তাহের মিয়ার ছেলে আব্দুল্লাহেল কাফি জাকারিয়াকে আটক করেন। এসময় আটককৃত রতন মিয়ার ঘর তাল্লাশী করে ০২ টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ০৪ (চার) কেজি গাঁজা ও ৭০ (সত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply