স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আরো ১১ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।এনিয়ে দুদিনে ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হলো।
গতকাল বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ জন নেতাকর্মীকে বহিষ্কারের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে একইদিন বিকেলে ছেলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ১৭ নেতাকর্মীদের মধ্যে জেলার কসবা উপজেলার ৭ জন, আখাউড়া উপজেলার ৪ জন, সরাইল উপজেলার ৪ জন এবং আশুগঞ্জ উপজেলার ১জন ও নবীনগর উপজেলার ১জন রয়েছেন।
বহিষ্কারকৃতরা হলেন- কসবা উপজেলার মেহারী ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব ইসলাম, খাড়েরা ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক দীপু মিয়া, একই কমিটির সদস্য আসিফুল আলম, কুটি ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, একই ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হাছিব, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ মমিন সরকার,বিনাউটি ইউনিয়ন শাখার সদস্য সৈকত আলী। আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমিন সুমন, সরাইল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহাগ নিয়ামুল ও একই কমিটির সদস্য আজহার উদ্দিন।
এদিকে বুধবার বিকেলে যে ৬জন ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করা হয় তারা হলেন-আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আখাউড়া উপজেলার ৩নং মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর শাখার ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রবিন খান খাদেম, ৬নং গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার, সরাইল উপজেলা ছাত্রলীগ কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুল ও আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শোভন বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে বহিষ্কাকৃত ছাত্রলীগ নেতাকর্মীরা শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যা সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। যে কারনে তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply