স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় এপেক্স ক্লাব অব তিতাস এর সেবা কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রেলওয়ে স্টেশনে সেবা কার্যক্রম হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ, নদীতে মাছের পোনা অবমুক্তকরণ এবং মাঝিদের রেইন কোর্ট বিতরণ করা হয়।
এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আলোর পথের সংগঠনের সভাপতি ডা. নুরুল হুদা পাভেল এর সহযোগিতায় তিতাস ক্লাব এর পক্ষ হতে রেলওয়ে বস্তির ছিন্নমূল ৫০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সকাল ১১টায় কাউতলী তিতাস নদীতে ৪কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। অত:পর উক্ত স্পটে ২জন মাঝিকে উন্নতমান ও টেকসই রেইন কোর্ট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম এ কাইয়ুম চৌধুরী, জাতীয় সহ-সভাপতি এপে. নিজাম উদ্দিন পিন্টু, সাবেক জাতীয় সভাপতি এপে. আনিসুজ্জামান শাতিল, এপে. খোরশেদুল আলম অরুন, ৮ এর গভর্ণর এপে. কামরুল হক, জাতীয় সচিব এপে. ভুবন লাল ভারতী, আইপিডিজি এপে. মোনাব্বর হোসেন সেলিম,পিডিজি জেলা-৮ এপে. মো: হেলাল উদ্দিন, ন্যাশনাল অফিসিয়াল এপে. আব্দুল মতিন শিকদার, এপে. কামরুজ্জামান হেলাল, এপে. সুব্রত সাহা,
ব্রাহ্মণবাড়িয়া এপেক্স ক্লাবের সভাপতি এপে. ইয়াসির আরাফাত ইমরুল, অতিত সভাপতি ও ন্যাশনাল অফিসিয়াল এপে. এড. তরিকুল ইসলাম খান রুমা, এপে. এড. এমএইচ সরকার পাশা, এপেক্স বাংলাদেশের ওয়েব মাস্টার এপে. দ্বীপ রায়, এপেক্স ক্লাব অব তিতাস এর সভাপতি এপে. পূর্ণিমা সাহা, সাবেক সভাপতি ইঞ্জি. আব্দুল হান্নান, এপে. ক্যাপ্টেন জয়নাল আবেদীন, ক্লাবের সদস্য এপে. সারোয়ার হোসেন, এপে. রুবায়েত হোসেন মিশু, এপে. আক্তার হোসেন, এপে. মনির হোসেন, এপে. এসএম সোহেল, রোটা কিডস্ এর সভাপতি আরকেডি প্রাপ্তি রায় প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply