স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ঢাকার বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত নিহত ৪৬ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এতে পরো নিশ্চিহ্ন হয়ে পড়েছে একটি পরিবার।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার বেইলি রোডের “কাচ্ছি ভাই রেস্টুরেন্ট” ভবনে অগ্নিকাণ্ডে ইতালি প্রবাসী মোবারক হোসেন ও তার স্ত্রী সন্তানসহ ৫ জনের মৃত্যু হয়।
নিহত ইতালি প্রবাসী মোবারক হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ইতালিতে স্থায়ীভাবে বসবাস করতেন। মাসখানেক আগে ইতালি থেকে তিনি দেশে এসেছিলেন।
নিহত মোবারকের শ্বশুর বাহার উদ্দিন মুন্সী জানান, তার মেয়ের জামাই ইতালিতে স্থায়ীভাবে বসবাস করলেও স্ত্রী সন্তানদের ঢাকার মগবাজারে রাখতেন। সম্প্রতি মোবারকের স্ত্রী স্বপ্না,দুই মেয়ে সৈয়দা কাশফিয়া, সৈয়দা নুর ও একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহর ইতালিতে স্থায়ীভাবে বসবাসের ভিসাও পেয়েছিলেন। সে জন্য তাদেরকে ইতালিতে নিয়ে যেতে গত মাসখানেক আগে মোবারক দেশে এসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার রাতে মগবাজার থেকে বেইলি রোডের “কাচ্ছি ভাই রেস্টুরেন্ট” এ স্ত্রী সন্তানদের নিয়ে রাতের খাবার খাওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবাই মারা যান।
Leave a Reply