সংবাদ শিরোনাম
পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫এক্সের বৈশিষ্ট্য কমলগঞ্জে চা শ্রমিক,গারো ও মনিপুরী ১০ নারী পেলেন তাঁত মেশিন সরাইলে বজ্রপাতে দুটি মহিষের মর্মান্তিক মৃত্যু কমলগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল চট্রগ্রাম থেকে গ্রেফতার কমলগঞ্জে আগুনে পুড়ে বসতবাড়িসহ ৪ দোকান ভস্মিভূত কমলগঞ্জে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ। অভিযুক্ত যুবক গ্রেফতার আখাউড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার ৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ।। কমলগঞ্জের দেড় হাজার চা শ্রমিক পেলো ২০ কেজি করে চাল সরাইল ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদন্ড
দেশের বাজারে এলো ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ স্মার্টফোন

দেশের বাজারে এলো ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ স্মার্টফোন

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দীর্ঘস্থায়ী ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ উন্মোচন করা হয়েছে।নতুন এই স্মার্টফোনের ‘প্রোডাক্ট অ্যাম্বাসেডর’ হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন- ‘অলরাউন্ডার’ মেহেদী হাসান মিরাজ। ‘অপো এ৫ প্রো’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েট এর ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফলতা দেখিয়েছে।
‘অপো এ৫ প্রো’ স্মার্টফোনে আছে, ‘আইপি৬৯’, ‘আইপি৬৮’ এবং ‘আইপি৬৬’ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং ‘হাই প্রেশার স্প্রে’ এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা দেয়। ‘অপো এ৫ প্রো’ এর ওয়াটারপ্রুফিং সিস্টেমে আছে সিলিকন রিংস এবং অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। এটি সাইড অপেনিং রুদ্ধ করে এবং এয়ার টাইট ব্যারিয়ার তৈরি করে।
এই স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স। এটি ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে অর্থ্যাৎ বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। অধিকন্তু এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা কি না ১৬০ শতাংশ বেশি ড্রপ প্রটেকশন দিয়ে থাকে।
এই ডিভাইসের ‘এআই ইরেজার ২.০’ ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলে; ‘এআই রিফ্লেকশন রিমুভার’ প্রতিফলন দূর করে এবং ‘এআই আনব্লার’ ফিচার অস্পষ্ট ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। পাশাপাশি ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ছবির স্বচ্ছতা বাড়িয়ে দেয় এবং ‘এআই স্টুডিও’ ছবিকে সৃজনশীল করতে ব্যবহারকারীদের সাহায্য করে। এছাড়া- ‘এআই স্মার্ট ইমেজ মেটিং ২.০’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো সিঙ্গেল ট্যাপে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়।
‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে, ৫০ মেগাপিক্সেল সক্ষমতার আল্ট্রা-ক্লিয়ার মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ সবগুলো ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করে।
এই স্মার্টফোন রয়েছে- ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। আগের মডেলের তুলনায় ১০ শতাংশ বেশি ব্যাটারি সক্ষমতা থাকায় এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে। এছাড়া ডিভাইসটির মাধ্যমে একবার চার্জেই নির্বিঘ্নে ৭.৩ ঘণ্টা পর্যন্ত একটানা ‘মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং’ গেমিং উপভোগ করা যায়।
‘অপো এ৫ প্রো’ (৮জিবি + ১২৮ জিবি) অলিভ গ্রিন ও মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ২৩,৯৯০ টাকা।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।” প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com