সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু কসবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু নাসিরনগর বিআরডিবি‘র চেয়ারম্যান আমিরুল হোসেন চকদার ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভূইয়া নির্বাচিত কমলগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কমলগঞ্জে বিজিবির জনসচেতনতামূলক সভা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি।। হাজারো মানুষের ঢল কমলগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর মৃত্যু শুভ নববর্ষ, বাঙালি সংস্কৃতি ও বাস্তবতা কমলগঞ্জে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক।। ঘাতকসহ আটক-২

বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক।। ঘাতকসহ আটক-২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তৌফিক ভুইয়া-(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক আল আমিন শিপনসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ঘাতক আল আমিন শিপন (২২) উপজেলার হরষপুর ইউনিয়নের সুনামুড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
আজ বুধবার (০২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত তৌফিক ভুইয়া বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের ঘাবন্নীমোড়ার মোঃ আরু ভুইয়ার ছেলে। তিনি রাজ মিস্তিরি কাজ করতেন।
স্থানীয়রা জানান, উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের হারুন ডাক্তারের বাড়ির জামে মসজিদের সামনে একই গ্রামের ঘাবন্নীমোড়ার বাসিন্দা শাহীনকে পূর্ব সূত্রতার জেরধরে ঘাতক পিকআপ চালক বকাঝকা করলে ঘটনাস্থলে উপস্থিত নিহত তৌফিক প্রতিবাদ করেন। এসময় ঘাতক খুনি তার সাথে থাকা ভেনার (ধারালো চাকু) দিয়ে তৌফিকের বুকে উপর্যুপরী আঘাত করলে গুরুতর আহতাবস্থায় তৌফিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আদমপুর ঘাবন্নীমোড়ার বাসিন্দা শাহীনের সাথে একই উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামোড়া গ্রামের বাসিন্দা ঘাতক খুনির পূর্ব বিরোধ ছিলো। শাহীনের শ্বশুর বাড়িও সোনামোড়া গ্রামে। শাহীনের শ্বশুর বাড়ি ও ঘাতকের বাড়ি সোনামোড়া গ্রামের পাশাপাশি বাড়ি। ঘাতক খুনির বাড়ির একটি মামলায় স্বাক্ষী ছিলো শাহীন। শাহীন ঘাতকদের বিপক্ষে স্বাক্ষী দিয়েছিলো। সেই ক্ষোভে আজ দুপুরে শাহীনকে জিজ্ঞেস করতে শাহীনের বাড়িতে আসেন ঘাতক এই যুবক। বাড়িতে না পেয়ে পাশের মসজিদে আছেন জানতে পেয়ে ঘাতক যুবক মসজিদের সামনে গিয়ে শাহীনকে পেয়ে বকাঝকা করলে প্রতিবাদ করেন তৌফিক ভুইয়া। আর এ প্রতিবাদই তৌফিকের জন্য মৃত্যুর কারন হিসেবে মন্তব্য করেন প্রত্যক্ষদর্শীরা।
এ ব্যাপারে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক ও অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com